Morning Headlines: দিল্লিতে বিজেপি নেত্রীর পয়গম্বর মন্তব্য বিতর্কে ফের উত্তাল হাওড়া
দিল্লিতে বিজেপি নেত্রীর পয়গম্বর মন্তব্য বিতর্কে ফের উত্তাল হাওড়া। ধূলাগড়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। ডোমজুড় থানা ভাঙচুর। সলপে বোমাবাজি।
হাওড়ার একের পর এক জায়গায় অবরোধ-বিক্ষোভ। উলুবেড়িয়া, পাঁচলায় তৃণমূল-বিজেপির পার্টি অফিসে আগুন।
ডোমজুড়ের পর এবার উলুবেড়িয়া, সলপ। পয়গম্বর নিয়ে মন্তব্যের প্রতিবাদে ফের ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ। রেহাই নেই অ্যাম্বুল্যান্সেরও!
আন্দোলনের নামে তাণ্ডব। একাধিক রেল স্টেশনে অবরোধ, বহু ট্রেন বাতিল। সোমবার সকাল পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট বন্ধ। কয়েকজন আটক।
অশান্ত পাঁচলা, সাঁকরাইল, উলুবেড়িয়া, ডোমজুড়ের একাংশে ১৪৪ ধারা জারি। অশান্তি যুক্ত থাকলে, গুজব ছড়ালেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।
সলপে জাতীয় সড়কে ৮ কিমি রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি। সেনা নামানের দাবি শুভেন্দুর। কিছু মানুষের অন্যায় নিয়ে রাজনীতি, পাল্টা তৃণমূল।
ভরদুপুরে পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এলোপাথাড়ি গুলি। মহিলার মৃত্যু, পরে আত্মঘাতী কনস্টেবল। আহত আরও ২।
বিয়ের পাকা কথার দিনই পার্ক সার্কাসে দাসনগরের রিমার মর্মান্তিক মৃত্যু।
ছুটি থেকে ফিরে কাজে যোগ দিয়েই কনস্টেবলের এলোপাথাড়ি গুলি! কেন এভাবে হামলা? ডিপ্রেসনের দাবি সহকর্মীদের। (বাইট-সিপি...কেন হল দেখছি...)
অনুব্রতর কললিস্টে নাম। ভোট পরবর্তী হিংসা মামলায় এবার ময়ূরেশ্বরের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতিকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ।
অনুব্রতর ধৃত দেহরক্ষীর বিপুল সম্পত্তির হদিশ। স্ত্রী, পরিচারিকার নামে নিউটাউনে ৩টি ফ্ল্যাট, প্রচুর গয়না, লক্ষ লক্ষ টাকা পাওয়ার দাবি সিবিআইয়ের।