Morning Headlines: দিল্লিতে বকেয়া-ধরনায় তৃণমূল, বাংলায় পথে বিজেপি। ABP Ananda Live

Continues below advertisement


বকেয়া ১০০ দিন, আবাসের (Awas Yojana) টাকা। কোটি কোটি টাকায় তৈরি সংসদভবন (Parliament)। প্রতিবাদ জানাতে রাজ্যের ভুক্তভোগীদের নতুন সংসদের কাছে নিয়ে যেতে নির্দেশ অভিষেকের (Abhishek Banerjee)। 

দুপুরে রাজঘাটে (Rajghat) মহাত্মাকে শ্রদ্ধা জানিয়েই মনরেগায় বঞ্চনার অভিযোগে তৃণমূলের (TMC) প্রতিবাদ। বিকেলে ফের বৈঠক অভিষেকের। ঠিক হবে মঙ্গলবারের রণকৌশল। 

তৃণমূলের পাল্টা কর্মসূচি বিজেপির (BJP)। আজ দিল্লিতে তৃণমূলের অভিযোগের জবাব বাংলার পদ্ম সাংসদদের। নিয়োগ দুর্নীতি-নারী নির্যাতনের প্রতিবাদে মেয়ো রোডে ধর্না মহিলা মোর্চার। 

বাঁকুড়ায় ফের দেওয়াল ধসে মৃত্যু। মৃত্যু পুরুলিয়া, জামবনিতেও। আবাস রাজনীতি তুঙ্গে। বিষ্ণুপুরে মৃত ৩ শিশুর বাবাকে নিয়ে দিল্লিতে অভিষেক। জোর করে নিয়ে গিয়েছে, অভিযোগ শুভেন্দুর।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহকে গ্রেফতারের দাবি অভিষেকের। বাংলাকে (west Bengal) বিজেপি ভাতে মারতে চায় বলে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।

বিশেষ ট্রেন, বিমান বাতিলের পর এবার উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে বাস থামানোর অভিযোগে সরব তৃণমূল। ভিডিও পোস্ট সোশাল সাইটে। লোক হবে না বুঝে নাটক, পাল্টা বিজেপি।

তৃণমূলের দিল্লি সফরে দুর্ঘটনায় বাস, আহত কয়েকজন। নেতারা বিমানে, প্রাণ হাতে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ, পোস্ট সুকান্তর। সব কিছুর জন্য আপনারাই দায়ী, পাল্টা দেবাংশু। 

ফিরহাদকে (Firhad Hakim) নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে চিঠি রাজ্যপালের। পুরসভা, না নবান্ন? কোথায় থাকেন উনি? খোঁজ পাচ্ছেন না অনেকেই। মন্ত্রী-মেয়র দুই পদে থেকেই কি আর্থিকভাবে লাভবান? প্রশ্ন বোসের।

রাজ্য-রাজ্যপাল (CV Ananda Bose) সংঘাত তীব্র। একাধিক বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ বোসের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসি কেরলের অবসরপ্রাপ্ত IPS রবীন্দ্রন।আদালতের হুঁশিয়ারি ব্রাত্যর।

ফের দক্ষিণ দমদমের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত তরুণীর মৃত্যু। গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ২ হাজার ৬১৩ জন। মোট আক্রান্ত ৪৬ হাজার পার।

এশিয়ান গেমসে স্টিপলচেজ, শটপাটে জোড়া সোনা ভারতের। মহিলাদের ১০০ মিটার হার্ডলস, পুরুষদের লং জাম্প, মহিলাদের ১৫০০ মিটার, পুরুষ ব্যাডমিন্টনে টিম ইভেন্টে রুপো জয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram