Morning Headlines: পানিহাটি কাণ্ডে চাপে পুলিশ, যাচ্ছে সুপ্রিম কোর্টে। Bangla News

Continues below advertisement

দিল্লি নয়, কয়লাপাচারকাণ্ডে কলকাতাতেই অভিষেককে ইডির নোটিস। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। সোমবার সমন শ্যালিকা মেনকাকে। ২৮ অগাস্ট অভিষেককে, ১২ অগাস্ট মেনকাকে সমন। ইডিকে পুতুলের মতো না নাচিয়ে বাংলার সুশাসন থেকে শিক্ষা নিন, আক্রমণে অভিষেক। 

অনুপম-খুনে মূল অভিযুক্তের জামিন, আতঙ্কে খোদ তৃণমূল কাউন্সিলর। খুনের ৪ মাসেই কী করে মূল অভিযুক্তের জামিন? পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন অনুপম দত্তের স্ত্রীর। এত সাক্ষী, হাতে ফুটেজ! চার্জশিট নিয়ে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ  পানিহাটির নিহত কাউন্সিলর ভাইয়ের।

চাপের মুখে জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পুলিশ। পরিবারকে ভুল বোঝানোর অভিযোগ শুভেন্দুর। প্রশাসনে আস্থা মীনাক্ষীর, পাল্টা তৃণমূল। 

দুর্নীতিতে সরব জহর, তোপ সৌগতর! ইস্তফা দিয়ে একনিষ্ঠ দলীয় কর্মীর জন্য জায়গা ছাড়ুন। সৌগতর সুরে এবার জহরকে নিশানা বিশ্বজিৎ দেবের। সুবিধেভোগী আমলা বলে তীব্র কটাক্ষ। 'পরিবারও চায় চোর পার্টি ছাড়ুন', ট্যুইট অমিত মালব্যর। সব দলের দুর্নীতির কথা বলেছিলাম, বিজেপির কেউ পারবে? পাল্টা জহর।

গরুপাচার মামলায় অনুব্রতকে জেরা করতে প্রথমবার আসানসোল জেলে সিবিআই। প্রথমে জেরা দেহরক্ষী সায়গলকে। পরে জেরা অনুব্রতকে।

তৃণমূল জমানায় কবে, কাকে, কোন স্কুলে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ? জানতে চায় ইডি। জেলা থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে তথ্য চাইল পর্ষদ। 

পাঁচতারা রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির। দলের অস্বস্তি বাড়িয়ে ২ সাংসদ, ৩ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীই গরহাজির! কারণ জানতে চাইল কেন্দ্রীয় নেতৃত্ব। 

সুকন্যার হাজিরার সময় ভিড় থেকে পেপারওয়েট ছুড়ে মারার আশঙ্কাতেই ভিডিও রেকর্ডিং। আইনজীবীদের একাংশের অভিযোগের জবাব বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

১৯টি বড় শহরের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ কলকাতা। তৃণমূলের হাতিয়ার এনসিআরবি রিপোর্ট। তথ্য চাপার পাল্টা অভিযোগ বিজেপির। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram