Morning Headlines: থানা ঘেরাও বিধায়কের, ২৪'র ভোটে তৃণমূলকে চ্যালেঞ্জ বিজেপির, টিটাগড়ের স্কুলে বোমা। Bangla News
খোদ পুলিশের বিরুদ্ধেই জবরদখলের অভিযোগ, ভরতপুর থানায় ঘেরাও তৃণমূল (TMC) বিধায়ক। অভিযোগ খারিজ পুলিশের।
মেডিক্যালে ভর্তি বিজেপি কর্মীরা। দেখতে এসে তৃণমূলকে বিজেপির অনুসন্ধান টিমের হুঙ্কার। আহত বিজেপি কর্মীদের দেখতে এসে ২৪-র ভোটে জবাবের চ্যালেঞ্জ বিজেপির। পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের।
বিজেপির (BJP) হাতিয়ার অভিষেকের বুলেট-মন্তব্য। বাংলার মাথায় দুর্নীতির কলঙ্ক বলে আক্রমণ। কীভাবে তাণ্ডব, দেখেছে দেশ, পাল্টা খোঁচা তৃণমূলের।
বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, বিজেপি কাউন্সিলরের ছেলের খোঁজে মুর্শিদাবাদে পুলিশ। ফিরতে হল খালি হাতে। পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগিয়েছিল বেলডাঙার শুভজিৎ-ই, দাবি পুলিশের। ছবিতে থাকা যুবক আমার ছেলেই নয়, পাল্টা দাবি বিজেপি নেত্রীর।
বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত এসিপি, দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ৩। খুনের চেষ্টার মামলা। আহত অফিসারকে দেখতে গেলেন সিপি। বিজেপি কর্মীদের উপর পুলিশি হামলার অভিযোগ। আজই নাড্ডাকে কেন্দ্রীয় দলের রিপোর্ট। পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে বিজেপিই, পাল্টা তৃণমূল।
গুলি-বোমার টিটাগড়ে বেপরোয়া দুষ্কৃতীরাজ। ক্লাস চলাকালীন স্কুলের ছাদেই বোমা! আতঙ্কে ছাত্র-শিক্ষকদের মধ্যে হুড়োহুড়ি। এনআইএ চেয়ে অমিত শাহকে চিঠি দিচ্ছেন শুভেন্দু। শুধু নিজেকে নিয়েই ব্যস্ত, খোঁচা কুণালের।
এসএসসিরকাণ্ডে পার্থ-কল্যাণময়ের পরে ফের সিবিআই হেফাজতে শান্তিপ্রসাদ। কীভাবে দুর্নীতি? সুবিধেভোগী আর কারা? দফায় দফায় জেরা। শান্তিপ্রসাদই মূল ষড়যন্ত্রী। মোটা টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছে, দাবি সিবিআইয়ের। নবম-দশমের নিয়োগ মামলায় ফের হেফাজতের নির্দেশ।
কংগ্রেসকে পিছন থেকে ছুরি মারবেন না। নাম না করে তৃণমূলকে আক্রমণে জয়রাম রমেশ। কংগ্রেস ব্যর্থ, তাই বাড়ছে বিজেপি, পাল্টা কুণাল।
বিশ্বকর্মা পুজোর রাতে ২ গোষ্ঠীর বিবাদে চিৎপুরে তাণ্ডব। যন্ত্রাংশ তৈরির কারখানায় একের পর এক নতুন গাড়ি ভাঙচুর। বেশ কয়েকজন আটক।