Morning Headlines: দিল্লিতে মোদি-মমতা একান্ত বৈঠক, প্রায় ৪৫ মিনিট কথা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর
আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূলের। দলের সিদ্ধান্ত জানিয়ে শিশির-দিব্যেন্দুকে চিঠি। গেলেও দেখতে পাবেন, না গেলেও দেখতে পাবেন, প্রতিক্রিয়া শিশিরের।
দিল্লিতে মোদি-মমতা একান্ত বৈঠক। প্রায় ৪৫ মিনিট কথা। দ্রুত রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা মেটানোর দাবি। সন্ধেয় সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে।
একশো দিনের কাজ থেকে মিড ডে মিল। কেন্দ্রকে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি মেটানোর দাবি। না হলে উন্নয়ন হবে কী করে? বকেয়ার হিসেব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর।
নিয়োগে দুর্নীতিতে তোলপাড়ের মধ্যেই মোদি-মমতা বৈঠক। সেটিং-খোঁচা বাম-কংগ্রেসের। দাবি নিয়ে দেখা করলে প্রশ্ন কেন? পাল্টা তৃণমূল। পা ধরলেও কেউ বাঁচবে না, খোঁচা বিজেপির।
পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজত, নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। প্রেসিডেন্সিতে পার্থ, আলিপুর উইমেন্সে অর্পিতা। জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি।
অর্পিতাকে ডিভিশন ওয়ান প্রিজনার হিসেবে দেখা হোক। প্রাণহানির আশঙ্কা থাকতে পারে জেলে। পরীক্ষা করে যেন খাবার দেওয়া হয়। আদালতে সওয়াল ইডির আইনজীবীর।
তদন্তে অসহযোগিতা পার্থর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয় ও অর্পিতার মধ্যে অনন্ত টেক্সফ্যাবের শেয়ার হস্তান্তর। ট্রাস্টির মাধ্যমে সরানো হয় টাকা, আদালতে দাবি ইডির।
পার্থ পালানোর লোক নন। জামিন পেলে বিধায়কপদে ইস্তফার ভাবনা। বলির পাঁঠা করা হচ্ছে পার্থকে। অর্পিতার সঙ্গে কোনও সম্পর্ক নেই। সওয়াল পার্থর আইনজীবীর।
তেমনভাবে চিনতাম না অর্পিতাকে, নাকতলার পুজোয় দেখেছি। কার টাকা, জানি না। জেরায় ফের দাবি পার্থর, ইডি সূত্রে খবর।
নিয়োগ দুর্নীতি তদন্তের মাঝেই এবার কোপে দুই অফিসার। মন্ত্রী থাকাকালীন পার্থর আপ্ত সহায়ক ও ওএসডিকে পাঠানো হল কম্পালসারি ওয়েটিংয়ে। বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের।
উচ্চ প্রাথমিকে কাটতে চলেছে নিয়োগ জট? কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি এসএসসির। ইন্টারভিউয়ে ডাক না পাওয়া ১১০০ প্রার্থীর তালিকা প্রকাশ। ১৩ অগাস্টের মধ্যে নথি আপলোডের নির্দেশ।
গরু পাচার মামলায় ফের অনুব্রতকে সিবিআই-তলব। সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। সোমবার এখনও দেরি আছে, মন্তব্য অনুব্রতর। দেহরক্ষী সায়গলের জেল হেফাজত।
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির কাছে হাজিরা এড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। ১৬ অগাস্টের মধ্যে সিআইডিকে স্টেটাস রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের।
পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। কাঠগড়ায় গলফগ্রিন থানা। মারধর হয়নি। মৃত্যুর জন্য শরীরে আঘাতের চিহ্ন যথেষ্ট নয়, ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে দাবি পুলিশের।
রাখি পূর্ণিমায় ছুটি ঘোষণা রাজ্য সরকারের। ১১ অগাস্ট রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতরে ছুটি। নবান্ন থেকে জারি করা হল বিজ্ঞপ্তি।