Morning Headlines: পাস-আউট হয়েও কেন হস্টেলে জয়দীপ? মুম্বইয়ে বিরোধীদের ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক
২০২১ সালে পাস আউট হলেও মেন হস্টেলে অবাধ যাতায়াত জয়দীপের। র্যাগিংয়ে প্রত্যক্ষভাবে যুক্ত কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ২৩ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজত।
আদালতের নির্দেশ কার্যকরের দায়িত্ব রাজ্যের, স্লোগানবাজি করে এড়ানো যাবে না। যাদবপুরকাণ্ডে আক্রমণ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। যাদবপুরের সামনে শুভেন্দুর গুণ্ডামি দেখুন, পাল্টা তৃণমূল।
রাজভবনের নির্দেশে নতুন উপাচার্য পেল যাদবপুর। সংবিধানের আওতায় কাজ রাজ্যপালের, দাবি ধর্মেন্দ্র প্রধানের। বিজেপির অ্যাজেন্ডা নিয়ে কাজ রাজ্যপালের, পাল্টা অরূপ।
যাদবপুর-সঙ্কটের মধ্যেই পদত্যাগ বিজ্ঞান শাখার ডিন সুবিনয় চক্রবর্তীর। বুদ্ধদেব সাউকে উপাচার্য করায় অসন্তোষ? বিশ্ববিদ্যালয়ে জল্পনা। মন্তব্যে নারাজ পদত্যাগী ডিন।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News