Morning Headlines: আজ বিধাননগর-আসানসোল-শিলিগুড়ি-চন্দননগর পুরভোটের ফল ঘোষণা, সকাল ৮টা থেকে শুরু গণনা | Bangla News

Continues below advertisement

আজ বিধাননগর (Bidhannagar), আসানসোল (Asansol), শিলিগুড়ি (Siliguri), চন্দননগর (Chandannagar) পুরসভার ফল। সকাল ৮টা থেকে ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হবে গণনা। স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা। 
গণনাকেন্দ্রে সিসিটিভি বন্ধ থাকার অভিযোগে আসানসোলে ধুন্ধুমার। আসানসোল পলিটেকনিক কলেজের বাইরে বিজেপির (BJP) বিক্ষোভে ধুন্ধুমার। লাঠিচার্জ পুলিশের। 
আসানসোল, বিধাননগরে ভোট বাতিলের দাবিতে কমিশনকে চিঠি বিজেপির। কমিশনের ভূমিকা অন্ধ ধৃতরাষ্ট্রের মত, কটাক্ষ সুকান্তর। দলদাস কমিশন, আক্রমণ অধীরের। কটাক্ষ তৃণমূলের। 
আজ শিলিগুড়ি পুরসভার ফলঘোষণা। কংগ্রেসকে জোট বার্তা অশোক ভট্টাচার্যের। স্বাগত অধীরের। বোর্ড গড়বে তৃণমূল, দাবি কুণালের। সন্ত্রাস হলেও জিতবে বিজেপি, পাল্টা শঙ্কর ঘোষ। 
জাতীয় স্তরে সব পদের অবলুপ্তি তৃণমূলের। এক ব্যক্তি এক পদ-র জন্যই কোণঠাসা অভিষেক? ট্যুইট  অমিত মালব্যর। বিদ্রোহী জয়প্রকাশ, রীতেশ, শান্তনু নিয়ে ট্যুইট কোথায় ? পাল্টা কুণাল।
জাতীয় কর্মসমিতির ঘোষণার পরেই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পুরভোটের প্রথম বিতর্কিত তালিকা সরাল তৃণমূল কংগ্রেস। মিডিয়া কমিটির দায়িত্বে আইপ্যাকের বদলে অরূপ-চন্দ্রিমা-কুণাল।
তৃণমূলে একটাই পদ, পার্টি নয় প্রপার্টি। কটাক্ষ দিলীপের। বিধানসভা ভোটের আগে না বুঝে ল্যাম্পপোস্টদের দলে নিয়েছিলেন ? নিজের দল সামলান, পাল্টা আক্রমণ তৃণমূলের।
তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে নাম নেই বাবুল সুপ্রিয়র। রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই, ট্যুইট তথাগতর। প্রথম একাদশে খেলতে রঞ্জিতে খেলতে হয়, পাল্টা বাবুল।
লঙ্ঘন করছেন সাংবিধানিক গণ্ডি। রাজ্যপালের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে ফোন মমতার। ট্যুইট স্ট্যালিনের। সংবিধানের অবমাননা করছেন বাংলার মুখ্যমন্ত্রীই, খোঁচা শুভেন্দুর।
দিল্লির বাইরে বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক। আশ্বস্ত করেছি মমতাকে, ট্যুইট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য গড়তে উদ্ধব ও মমতাকে নিয়ে বৈঠক, জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী।
পুরভোটের আগে অর্জুন-গড়ে ধস। বিজেপি-ত্যাগের পর তৃণমূলে ফিরলেন অর্জুন সিংহর (Arjun Singh) ভাইপো, ভগ্নীপতি, ভাগ্নে। রামের ঘরেই বিভীষণ, কটাক্ষ অর্জুনের।
টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হওয়ায় ইসলামপুরে ১০ জনকে বহিষ্কার তৃণমূলের। রাজ্য নেতৃত্বকে বিক্ষুব্ধ নাম পাঠাল কোচবিহার তৃণমূল কংগ্রেস। পদ প্রত্যাহারে ৪৮ ঘণ্টা সময়, কড়া বার্তা পার্থর। 
পুরভোটের আগে খড়গপুরে দিলীপের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে গরহাজির বিজেপি বিধায়ক হিরণ। প্রচারে ব্যস্ত হিরণ, দাবি দিলীপের। ইলেকশন এজেন্টকে পাঠিয়েছিল, দাবি হিরণের।
আজ গোয়া-উত্তরাখণ্ডে ভোট। সৈকত-রাজ্যে ২৬ আসনে লড়ছে তৃণমূল। জোটসঙ্গীকে ছাড় ১৩ আসনে। দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশের ইক্ষু-বলয়ে ৫৫ আসনের ভাগ্য নির্ধারণ।
গোয়ায় ভোটের আগে আপ-তৃণমূল সংঘাত। ভুয়ো ভিডিও ছড়িয়ে ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে কেজরিওয়ালের দল। অভিযোগ জানিয়ে কমিশনে তৃণমূল।
দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাঙ্ক প্রতারণা। গুজরাতেই মিলল হদিশ। অভিযুক্ত এবিজি শিপইয়ার্ড। ২৮টি ব্যাঙ্কের থেকে প্রায় ২৩ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ। 
দেশের বৃহত্তম ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে সিবিআই। সংস্থার ১৩ অফিসে তল্লাশি। গ্রেফতার ৮। মোদির বন্ধুদের আচ্ছে দিন, কটাক্ষ রাহুলের। লুঠ করে কেউ পার পাবে না, পাল্টা বিজেপি।
অবসরের জল্পনা ওড়ালেন ঋদ্ধিমান সাহা। জাতীয় দলের দরজা কী বন্ধ ? কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। রঞ্জিতে না খেলার সিদ্ধান্ত ব্যক্তিগত, জানালেন ঋদ্ধি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram