Morning Headlines : আরও ৫ বছর দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশনের ঘোষণা প্রধানমন্ত্রীর
Narendra Modi : আরও ৫ বছর দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন। মধ্যপ্রদেশে ভোটের প্রচারে ঘোষণা প্রধানমন্ত্রীর।
Ration Scam: রেশন দুর্নীতির তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি। রেশন ডিলার থেকে চালকল মালিক। কলকাতা ছাড়াও উঃ ২৪ পরগনা, নদিয়া, হাওড়ার ১৬ জায়গায় অভিযান।
Ration Scam: রেশন দুর্নীতির কালো টাকায় চালকল, আটাকল থেকে হোটেল, গয়নার বিপনিতে বিনিয়োগ? ইডির নজরে বাকিবুর ঘনিষ্ঠ তিন ব্যবসায়ী। বনগাঁ থেকে সল্টলেক, ম্যারাথন তল্লাশি ইডির।
Ration Scam: রেশনের আটা প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রির অভিযোগ। এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডে হানা ইডির। ডোমজুড়, উলুবেড়িয়ায় আটাকল, চালকলে তল্লাশি। বালিগঞ্জে ডিরেক্টরের বাড়িতেও অভিযান।
Ration Scam: রেশন দুর্নীতির তদন্তে নজরে জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক তাপস বিশ্বাস। রহড়ায় প্রাসাদোপম বাড়িতে ইডির হানা। সোমবার আরেক প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকেও নথি সহ হাজিরার নির্দেশ।
Kunal Ghosh : এবার শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে প্রশ্ন কুণালের।
Recruitment Scam : টেটে ফেল করেও ৬ বছর ধরে চাকরি! হাইকোর্টের নির্দেশে অবশেষে ৯৪ জন অযোগ্যর চাকরি বাতিল। নিজেদের নিয়োগপত্র নিজেরাই বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
অযোগ্য হয়েও ৬ বছর চাকরি!