Morning Headlines: পদ্ম সম্মান প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায়ের। Bangla News
পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেবের। স্বাস্থ্যের কথা ভেবে বাড়িতে আসতে বারণ, ট্যুইট সূর্যর। রাজনৈতিক কারণ থাকতে পারে, কেন্দ্রীয় সূত্রের দাবিকে উদ্ধৃত এএনআইয়ের।
কংগ্রেস নেতা গুলাম নবিকে পদ্মশ্রী সম্মান। গোলাম নয়, আজাদ হতে চেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। নাম না করে নবিকে খোঁচা জয়রাম রমেশের।
পদ্মশ্রী নেব না, মন চাইছে না, সম্মান প্রত্যাখ্যান নিয়ে দাবি সন্ধ্যা মুখোপাধ্যায়ের। পদ্মশ্রী ফেরানোর দাবি পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়েরও।
পদ্মভূষণ পাচ্ছেন উস্তাদ রাশিদ খান, ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সম্মান পাচ্ছেন সুন্দর পিচাই, সত্য নাদেলা। পদ্মশ্রী পাচ্ছেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া।
দলের কোপে পড়ার পরেই বিস্ফোরক জয়প্রকাশ। বহিরাগত এনে বঙ্গ বিজেপিকে দুর্বল করে দেখানোর চেষ্টার অভিযোগ।
ভোটে ভরাডুবির পরেও কাউকে কিছু বলতে দেওয়া হয়নি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও আক্রমণে জয়প্রকাশ।
সাময়িক বরখাস্তের পরেই জয়প্রকাশের নিশানায় সুকান্ত-অমিতাভ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন কমিটি নিয়ে কটাক্ষ।
যারা মমতা, পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সুবিধে পেয়েছেন, তারাই চক্রান্তের নেপথ্যে। সাময়িক বরখাস্ত নিয়ে বিস্ফোরক রীতেশ।
দলের নীতি মেনেই সাময়িক বরখাস্ত করা হয়েছে জয়প্রকাশ-রীতেশকে। ২ বিক্ষুব্ধর আক্রমণের জবাবে পাল্টা সুকান্ত।
দুই বিক্ষুব্ধের আক্রমণে টালমাটাল বিজেপি।
৭ মার্চ বালিগঞ্জ, আসানসোলে উপনির্বাচন চায় কমিশন। উত্তরপ্রদেশে শেষ দফার সঙ্গেই ভোটের প্রস্তুতি। সরস্বতী পুজোর পরেই প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি।
১ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হচ্ছে পাড়ায় সমাধান। ১৫ ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার। মার্চের মধ্যেই আবেদনের নিষ্পত্তি করতে নির্দেশ।
প্রজাতন্ত্র দিবসের আগের কলকাতায় নিরাপত্তায় কড়াকড়ি। শহরের একাধিক জায়গায় নাকা চেকিং। সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি।