Morning Headlines : লাইটপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, উপনির্বাচনেও ‘সন্ত্রাস’, দেখে নিন সকালের শিরোনাম
হরিদেবপুরে বৃষ্টিতে রাস্তায় জমা জল পেরোতে গিয়ে লাইটপোস্টে হাত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হল এলাকা।
কোথায় ছাপ্পা ভোট, কোথাও দু দলের সংঘর্ষ, কোথাও ভোটের আগেই পড়ল ভোট। বাংলায় ৬টি ওয়ার্ডের উপনির্বাচনেও বিক্ষিপ্ত অশান্তি।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে ফাঁসিদেওয়ায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী। বুথেই নির্দল প্রার্থীর ফোন ভাঙার অভিযোগ। বাগডোগরায় আক্রান্ত বিজেপি প্রার্থীর এজেন্ট। অস্বীকার শাসক দলের।
অশান্তি ছাড়াই পাহাড়ে ভোট। ভোট দিলেন না বিমল গুরুঙ্গ। গণতন্ত্র ফিরেছে পাহাড়ে, প্রতিক্রিয়া বিনয় তামাংয়ের। ঝগড়া করার দরকার নেই, দাবি অনীত থাপার।
২০২৩ সালের ফাইনালের আগে ত্রিপুরায় উপনির্বাচনে ৪টি আসনের মধ্যে তিনটিতেই জয় বিজেপির। আগরতলায় জিতে কামব্যাক কংগ্রেসের সুদীপ রায় বর্মনের। জামানত বাজেয়াপ্ত তৃণমূলের।
কেন দলত্যাগীদের ফেরানো হচ্ছে ? বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে সরব হাওড়ার তৃণমূল সাংসদ। ব্যক্তিগত মত, দলের নয়, প্রতিক্রিয়া ডোমজুড়ের বিধায়ক।
পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢুকে মারধর গুজরাত এটিএসের। বেআইনিভাবে গ্রেফতার। আমদাবাদের আদালতে সওয়াল সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়ের।