Morning Headlines : যাদবপুরকাণ্ডে আরও গ্রেফতার, দোষীদের শাস্তির দাবি, মমতাকে আক্রমণ নাড্ডার। ABP Ananda Live
যাদবপুরকাণ্ডে (Jadavpur University) মেন হস্টেলের প্রভাবশালী দাদা সৌরভের পর গ্রেফতার দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া। খারিজ জামিনের আবেদন, পুলিশ হেফাজত। নেপথ্যে আরও কারা ? তদন্তে পুলিশ। ধৃত দীপশেখর অর্থনীতি, মনোতোষ সোসিওলজির দ্বিতীয় বর্ষের পড়ুয়া। মনোতোষের গেস্ট হিসাবে হস্টেলে ছিলেন প্রথম বর্ষের ছাত্র। রাতে অন্য রুমে নিয়ে গিয়ে চলে পরিচয়পর্ব, পুলিশ সূত্রে দাবি।
কীভাবে হস্টেলে ঢুকতেন প্রাক্তন পড়ুয়ারা ? দোষীদের কঠোর শাস্তির দাবি তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব-এর। নিয়মানুবর্তিতা রাখা খুবই জরুরি, মন্তব্য অভিনেত্রী রুক্মিনীর।
বাংলায় সারদা, কয়লা, শিক্ষক, আমফান, আবাস দুর্নীতি। মুখ্যমন্ত্রী প্রমাণ চেয়েছিলেন, আর কত দেব ? তীব্র আক্রমণ নাড্ডার। দুর্নীতিগ্রস্ত শুভেন্দুকে কেন নিয়েছেন বিজেপিতে ? পাল্টা কুণাল।