Morning Headlines: অভিষেকের সঙ্গে এসএসসি চাকরিপ্রার্থীদের দু'ঘণ্টার বৈঠক, বৈঠকের পর খুশি আন্দোলনকারীরা
অভিষেকের সঙ্গে এসএসসি চাকরিপ্রার্থীদের দু ঘণ্টার বৈঠক। সমস্যার সমাধানে ৮ অগাস্ট বসবেন শিক্ষামন্ত্রী। বৈঠকের পর খুশি আন্দোলনকারীরা।
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক, দেখা করতে হবে তাদের সঙ্গেও। অভিষেকের অফিসের নিচে লাগাতার বিক্ষোভ প্রাথমিক টেট উত্তীর্ণদের।
শিক্ষাক্ষেত্রে ১৮ হাজার শূন্যপদে নিয়োগ করা যেতে পারে। আইনি বাধা নেই। আদালতকে রাজনীতির আঙিনায় টানার চেষ্টা হলে উপযুক্ত পদক্ষেপ। টেট মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ষড়যন্ত্রের শিকার। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে বিস্ফোরক পার্থ।
স্বচ্ছ ভাবমূর্তি বজায়ে সিদ্ধান্ত দলের, দাবি শান্তনু সেনের। মন্ত্রিসভা থেকে সরানো মানলেও দল থেকে হঠানো মানতে পারছেন না, প্রতিক্রিয়া রাহুল সিনহার। এখনও অনেক বাকি, কটাক্ষ অধীরের।
গরিবদের শোষণ করে জোগাড় ৫০ কোটি। মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়ে মুখরক্ষা হবে না তৃণমূলের। ট্যুইট অপর্ণা সেনের। কেন সরব নন বিদ্বজ্জনেরা ? প্রশ্ন রুদ্রনীলের।
মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই-তে পার্থ-অর্পিতাকে নিয়ে গেলে নাটকীয় পরিস্থিতি। কান্নায় ভাঙলেন অর্পিতা। টেনেহিঁচড়ে তোলা হল হুইল চেয়ারে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় এবার নদিয়ায় নতুন রঞ্জনের খোঁজ। চাকরি দেওয়ার নামে টাকা-সোনা নেওয়ার অভিযোগ। প্রধান বিচারপতির কাছে মামলা ফেরত পাঠালেন বিচারপতি।
পরেশ অধিকারীকে শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি বিজেপির। সিদ্ধান্ত নেবে দল। প্রতিক্রিয়া পরেশের। দুর্নীতিতে ডুবে বিজেপি নেতারাই, পাল্টা তৃণমূল কংগ্রেস।
রথতলায় অর্পিতার ফ্ল্যাট থেকে দুটি রিয়েল এস্টেস্ট কোম্পানির নথি উদ্ধার। টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে উধাও অর্পিতার চারটি বিলাসবহুল গাড়ি। ইডির ভরসা সিসিটিভি।
কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার বসিরহাটের কুখ্যাত পাচারকারী। কলকাতা থেকে আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করল সিআইডি।
মুম্বইয়ে পরিচালক লভ রঞ্জনের ফিল্মের সেটে ভয়াবহ আগুন। দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে। আগামী সপ্তাহেই শ্যুটিং করার কথা ছিল রণবীর কপূর, শ্রদ্ধা কপূরের।
ফের ব্যাট হাতে ২২ গজে সৌরভ গঙ্গোপাধ্যায়। লেজেন্ডস ক্রিকেট লিগে বিশেষ ম্যাচে খেলতে দেখা যাবে বোর্ড প্রেসিডেন্টকে। জিমে চলছে পুরোদমে চলছে প্রস্তুতি।