Morning Headlines: BJP-র রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ | ABP Ananda Live
BJP Inner Clash: সল্টলেকের পর মুরলীধর সেন লেন। বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। ছবি মাটিতে ফেলে লাথি-কালি!
দ্বন্দ্বে বেসামাল বিজেপি
West Bengal BJP: বঙ্গ বিজেপিতে বিক্ষোভের আগুন। দলে শিথীল মোদির নিয়ন্ত্রণ, কটাক্ষ তৃণমূলের।
Mamata Banerjee: প্রথমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। পাস ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত। কথা দিয়ে কথা রাখি, পোস্ট তৃণমূলের।
West Bengal News: লক্ষ্য কর্মসংস্থান, ১২ হাজার কনস্টেবল নিয়োগেরও সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। উর্দু মাধ্যম, রাজবংশী সকুলেও নেওয়া হবে পার্ট টাইম শিক্ষক। (ফিরহাদ- শালবনিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক)
Mamata Banerjee: পুজো উদ্বোধনের মধ্যেই বকেয়া ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। টাকা না দিলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি। বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতদের নিয়ে পুজোর পর পাল্টা সমাবেশ, হুঙ্কার সুকান্তর।
Dear Lottery: ডিয়ার লটারিতে কালো টাকা সাদা করার অভিযোগ। পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ২৫টি জায়গায় আয়কর দফতরের তল্লাশি। হাজরা, বেহালা, মধ্যমগ্রামেও হানা।
Kamduni Verdict: বিচার চেয়ে দিল্লিতে কামদুনির প্রতিবাদীরা। জাতীয় মহিলা কমিশনের পর দেখা করলেন নির্ভয়ার মায়ের সঙ্গে।
Kamduni Verdict: কামদুনির প্রতিবাদীদের সঙ্গে সাক্ষাতের পর বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।
Murshidabad: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বিস্ফোরণ, মৃত্যু যুবকের। আহত কয়েকজন, ভর্তি হাসপাতালে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, দাবি স্থানীয়দের। তদন্তে পুলিশ।
West Bengal News: বোনাস নিয়ে বৈঠকের মধ্যেই বেলঘরিয়া টেক্সম্যাকোয় তৃণমূল-বিজেপি হাতাহাতি। শাসক দলের শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে আটক বিজেপি কর্মী। পুলিশের কাছ ছিনিয়ে নিয়ে মার।
Job Seekers Protest: পুজোর আগেই নিয়োগের দাবিতে ফের পথে উচ্চ প্রাথমিকের প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীরা। হাজরা মোড়ের কাছে আটকাল পুলিশ। রাস্তায় শুয়ে, হামাগুড়ি দিয়ে প্রতিবাদ।
Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে এবার জোড়া তদন্তকারী অফিসার নিয়োগ করল ইডি। মিথিলেশ কুমারকে অপসারণ নিয়ে বিচারপতি সিন্হার রায় পুনর্বিবেচনার আর্জি। আজ শুনানি।
Bardhaman: অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবি। বর্ধমানে এসএফআইয়ের ডিএম অফিস অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
CV Ananda Bose: অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত মেটাতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই মুখ্যমন্ত্রীকে বার্তা রাজ্যপালের। বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা চেয়ে চিঠি সি ভি আনন্দ বোসের।
Jadavpur University: যাদবপুরে উলটপুরাণ। কিছু পড়য়ার অভব্য আচরণের প্রতিবাদে ১৮ ঘণ্টা ধর্না অন্তর্বর্তী উপাচার্য, রেজিস্ট্রারদের।
Ranigunj : রানিগঞ্জে ইসিএলের খোলামুখ খনিতে ধস। উদ্ধার ৩ জনের দেহ, দাবি পুলিশের। অন্তত ৭ জনের মৃত্যু, দাবি অগ্নিমিত্রার। তৃণমূল-বিজেপি দায় ঠেলাঠেলি।
Bihar Train Accident: বালেশ্বরের ভুল বিহারেও! লাইন বিভ্রাটেই দুর্ঘটনায় নর্থ-ইস্ট এক্সপ্রেস, অনুমান রেলের। বক্সারের কাছে লাইনচ্যুত ২১টি বগি, মৃত অন্তত ৪, আহত ৭০-এর বেশি।
Mamata Banerjee: কলকাতা থেকে জেলা, মহালয়ার আগেই ভার্চুয়ালি পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
Amit Sha: বাংলায় এবার পুজো উদ্বোধনে অমিত শাহ। সোমবার আসছেন কলকাতায়। ১৬ অক্টোবর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Israel War: ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই ইজরায়েলে আটকে বহু বাঙালি। উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার। ভারতীয়দের উদ্ধারে নয়াদিল্লির অপারেশন অজয়। তেল আভিভে বিশেষ বিমান।
Israel War:ষষ্ঠদিনে হামাস-ইজরায়েলের যুদ্ধ। ব্যাটল ফিল্ডের গ্রাউন্ড জিরো থেকে যুদ্ধের এক্সক্লুসিভ কভারেজের এবিপি আনন্দে।