Morning Headlines: কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভা? জনতার রায় জানা যাবে আর কয়েকঘণ্টা পরই

Dhupguri BY Election: আজ ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল। আসন ধরে রাখবে বিজেপি? নাকি থাবা বসাবে তৃণমূল? কী প্রভাব ফেলতে পারে সিপিএম-কংগ্রেস জোট? উত্তর কিছুক্ষণ পরেই।


West Bengal News:  একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের মাসিক বেতন বাড়ল ৪০ হাজার টাকা। বেতন নিই না বলে নিজের বেতন বৃদ্ধি করছি না, অধ্যক্ষকে জানালেন মুখ্যমন্ত্রী। 

Salary Hike:  মন্ত্রীদের ৩৬ শতাংশ মাসিক বেতন বেড়ে হল ১ লক্ষ ৫০ হাজার টাকা। বিধায়কদের মাসিক ৪৯ শতাংশ বেতন বেড়ে হল ১ লক্ষ ২১ হাজার টাকা।


West Bengal News:রাজ্যের আর্থিক সঙ্কটেও বেতন বৃদ্ধি। সমর্থন করি না, প্রতিক্রিয়া শুভেনদুর। ডিএ দেওয়ার সময় টাকা নেই, তেলা মাথায় তেল দিতে টাকা থাকে, কটাক্ষ সংগ্রামী যৌথ মঞ্চের।


West Bengal Day: পয়লা বৈশাখের দিনই সরকারিভাবে পালন হবে পশ্চিমবঙ্গ দিবস। রাজ্য সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল। প্রস্তাব পাস বিধাসভায়। পক্ষে ভোট ১৬৭ বিধায়কের।


West Bengal Day:  পশ্চিমবঙ্গ দিবস প্রস্তাব পাসের পাল্টা মিছিল করে বিধানসভা থেকে রাজভবনে বিজেপি। রাজ্যপাল সই না করলে কিছু আসে যায় না। দেখব কার শক্তি বেশি ? আক্রমণ মুখ্যমন্ত্রীর।


CV Ananda Bose:  অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে শিক্ষা দফতর ভুল বললেও হাইকোর্ট বলেছে রাজ্যপাল সঠিক। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যের পদক্ষেপ ভুল। রাজ্যকে নিশানা রাজ্যপালের। বিজেপির এজেন্ট, পাল্টা তৃণমূল।


CV Ananda Bose:  মুখ্যমন্ত্রীকে স্বাগত, রাজভবনে প্রতিবাদ জানাতে পারেন। মুখ্যমন্ত্রীর ধর্না হুঁশিয়ারির কটাক্ষ সিভি আনন্দ বোসের। আজ রাজভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের।

Governor CV Anand Bose: জীবনের হুমকি দেওয়া হয়েছে, শিক্ষা দফতর ভয় দেখিয়েছে বলেই ৫ জন উপাচার্যের পদত্যাগ। বিস্ফোরক দাবি রাজ্যপালের। ৫ পদত্যাগী উপাচার্যকে প্রমাণ চেয়ে চিঠি দিয়ে চাপ উচ্চশিক্ষা দফতরের।

CV Anand Bose:  ক্যাম্পাসের নরখাদকদের ধরা হবে, মেধাবীদের মধ্যে সন্ত্রাস বন্ধ করতে হবে। হিংসা-দুর্নীতিমুক্ত হোক বিশ্ববিদ্যালয়গুলি। বাংলা ভাষায় বক্তব্য রেখে বাংলার মানুষকে পাশে চাইলেন রাজ্যপাল।

Madan Mitra: বাঙালি যখন জাগবে, তখন আর কিছু করতে পারবেন না। ভুল বাংলা বললে মানহানির মামলা করব। হুঁশিয়ারি মদনের। শিক্ষামন্ত্রীকে ডেকে বলতে পারতেন রাজ্যপাল, প্রতিক্রিয়া কুণালের।


North Bengal University:  আজ রেজিস্ট্রারদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের আগে পদত্যাগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের। শিক্ষায় রাজনীতিকরণ পছন্দ করি না, মন্তব্য উত্তরবঙ্গের উপাচার্যের।


Kharagpur News: আননন্দবাজারের খড়গপুরের সাংবাদিক গ্রেফতার, প্রতিবাদে সমালোচনার ঝড়। পুলিশের অকর্মণ্যতা ও চোলাই ব্যবসা তুলে ধরায় গ্রেফতার, ট্যুইট শুভেন্দুর।

TMC Protest :  প্রথমবার মেলেনি অনুমতি। এবার ১০০ দিনের কাজের টাকার দাবিতে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নায় বসতে চেয়ে ফের চিঠি তৃণমূলের। চাওয়া হল দিল্লি পুলিশের অনুমতি।


Suvendu Adhikari: একসঙ্গে লোকসভা-বিধানসভা ভোট হলে বাংলার সরকার পড়ে যাবে। ফের এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল শুভেন্দুর। ৭৫ বছরের সিস্টেমকে এত দ্রুত পরিবর্তন অসম্ভব, পাল্টা জয়প্রকাশ।


Indan Railways: । রাজ্যের কাছে জমি চাইলেও মিলছে না, অনুমোদনের পরেও এগনো যাচ্ছে না একাধিক প্রকল্প। রাজ্যের সহায়তা চেয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর। 


South 24 Parganas:  নির্যাতিতার বাড়িতে মাঝরাতে কেন পুলিশ ? দক্ষিণ ২৪ পরগনার গণধর্ষণ মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের। নরেন্দ্রপুর ও লেক থানার ওসিকে নির্যাতিতার কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ।


Kolkata News: দশম শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবার সিলভার পয়েন্ট স্কুল। অশিক্ষক কর্মীদের জিজ্ঞাসাবাদ পুলিশের।


Narendra Modi: দিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলনের আগে ইন্দোনেশিয়ায় এশিয়ান সামিটে যোগ প্রধানমন্ত্রী মোদির। জোড়া বৈঠক সেরেই ফিরবেন ভারতে। আজ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola