Metro Problem: সকাল সকাল মেট্রো-বিভ্রাট, দেখুন সঞ্চয়নের মিত্রের সঙ্গে সরাসরি । ABP Ananda Live
মেট্রো-বিভ্রাটে বিপত্তি। সকাল ৭টা ৫০-এর ট্রেন টালিগঞ্জ থেকে ছেড়ে কালীঘাটে পৌঁছনোর পর থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহের সমস্যায় দাঁড়িয়ে পড়ে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। কলেজের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা চলছে। সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। কেউ আবার অফিস যেতে নাকাল হন। কখনও বেশি ভাড়া, কখনও আবার ক্যান্সেলেশনের সমস্যা, অ্যাপ ক্যাব পেতে কালঘাম ছোটে যাত্রীদের। সুযোগ বুঝে বেশি ভাড়া হাঁকছে হলুদ ট্যাক্সি। বাসে বাদুড়ঝোলা ভিড়, ট্রামেও মাছি গলবার জায়গা নেই। অটো স্ট্যান্ডেও লম্বা লাইন। অটো চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। টালিগঞ্জ থেকে রাসবিহারীর ভাড়া ১৪ টাকার বদলে ৫০ টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। দিনটা শনিবার হলেও, মেট্রো-বিভ্রাটে সমস্যায় পড়েছেন কয়েক হাজার যাত্রী।