Trinamul Congress : খারাপ লোককে তাঁরা ভাল বলছে, মমতা-অভিষেক-সুব্রত বুঝতে চায় না : মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

Continues below advertisement

' দলকে বোঝানোর চেষ্টা করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী তাঁরা বুঝতে চায় না। খারাপ লোককে তাঁরা ভাল বলছে। তাহলে আমরা বাঁচব কী করে? খারাপ লোককে খারাপ বলতে হবে। ভাল লোককে ভাল বলতে হবে '  দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর। আগামী দিনে আরও তৃণমূল নেতা এরকম বলবেন। খোঁচা সুকান্ত মজুমদারের। আপত্তিজনক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করেছেন শালবনির বিধায়ক। জানালেন অজিত মাইতি।
'আমার কাছে খবর আছে, কোনও কোনও জায়গায় টাকা সংগ্রহ করা হচ্ছে, টিকিট দেওয়া হবে বলে।' বিস্ফোরক স্বীকারোক্তি উদয়ন গুহর। সেই সঙ্গে, যারা টাকা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সব দলেই খারাপ লোক আছে। তবে দু-একজন খারাপ মানেই, গোটা দল খারাপ নয়। দাবি আরেক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram