Morning News : এক নজরে আজকের হেডলাইনস : ABP Ananda

Continues below advertisement

- ক্যানিংয়ে ৩জন তৃণমূল (TMC ) নেতা খুন! সবজি খেতে কৃষক সেজে অপেক্ষা, বাইক আসতেই গুলি, গলা কেটে খুন করে আততায়ীরা চম্পট। পার্টি অফিসে যাওয়ার পথে ২ বুথ সভাপতি-সহ তৃণমূলের অঞ্চল সভাপতি খুন! ৪জনকে চিহ্নিত করে তল্লাশি পুলিশের। - এলাকার দখল নিতেই ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুন। টার্গেট ছিল পঞ্চায়েত সদস্য স্বপন, প্রমাণ লোপাটে ২ সঙ্গী খুন, অনুমান পুলিশের। - ক্যানিংয়ে একসঙ্গে ৩ নেতা খুন। নিরাপত্তাহীনতায় খোদ তৃণমূল বিধায়ক। - ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনে বিজেপির হাত দেখছে দাবি তৃণমূলের। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব শুভেন্দুর। কী করছিল পুলিশ? প্রশ্ন সেলিমের। খুনে কার হাত? -চলছে অভূতপূর্ব সন্ত্রাস, আতঙ্কে রাজ্যবাসী। তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরেই আক্রমণে রাজ্যপাল। পক্ষপাতমূলক আচরণ, পাল্টা কুণাল। -কালী-নিয়ে মন্তব্য বিতর্কের মুখেও অনড় মহুয়া। বিজেপিকে চ্যালেঞ্জ। #ABPAnanda #TopNews

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram