Morning News : ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই পার্থ-কল্যাণময়রা
Continues below advertisement
১। সিবিআই হেফাজতে বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যু। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে লালন শেখের মৃত্যু ঘিরে রহস্য।
২। ৩ ডিসেম্বর ঝাড়খণ্ডের পাকুড়ে গ্রেফতার। ৪ ডিসেম্বর ৬দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। দ্বিতীয় দফায় সিবিআই হেফাজতে থাকাকালীন লালনের মৃত্যুতে প্রশ্ন।
৩। কীভাবে সিবিআই হেফাজতে অভিযুক্তের মৃত্যু? ঝুলন্ত দেহ উদ্ধার, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী লালন, এমনই জানিয়েছে সিবিআই, দাবি পুলিশের।
৪। ফের জামিনের আর্জি খারিজ। ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই পার্থ-কল্যাণময়রা। বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ সিবিআইয়ের। সুবীরেশকে হেফাজতে চেয়ে আর্জি।
Continues below advertisement
Tags :
Top News Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Morning News ABP Ananda Digital Partha Chatterjee ABP Ananda ABP Ananda Bengali News SSC Scam Judicial Custody