Sat Sakal : প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে, জেলায় জেলায় মাথাচাড়া দিচ্ছে বিক্ষোভ
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে, জেলায় জেলায় মাথাচাড়া দিচ্ছে বিক্ষোভ। প্রায় সাড়ে আটমাস বন্ধ থাকার পর, সম্প্রতি এই প্রকল্পের জন্য টাকা দিয়েছে কেন্দ্র। তারপর শুরু হয়েছে সমীক্ষা। আর তারপরই সামনে আসতে শুরু করেছে একাধিক অভিযোগ।
শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার
ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন এক আইনজীবী। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
৩ দিনের সফরে মেঘালয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল মেঘালয়ের সেন্ট্রাল লাইব্রেরি হলে তৃণমূলের কর্মী সম্মেলন হবে। সেখানে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।
হাজরার সভা থেকে নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
বললেন, গিমিকে বিশ্বাস করি না। মর্নিং ওয়াকে গিয়ে যা খুশি বলি না। যা বলি ভেবেচিন্তেই বলি।