Headlines : প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে ৫ ঘণ্টা জেরা CBI-র। ABP Ananda Live
হাইকোর্টের (Calcutta High Court) ডেডলাইনের আগেই সিবিআই দফতরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি। প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ডেপুটি সেক্রেটারি-সহ আরও ২জনকে জিজ্ঞাসাবাদ। সম্পূর্ণ সজ্ঞানে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করেছেন অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সিবিআইয়ের রিপোর্টে জলের মতো স্পষ্ট, পর্যবেক্ষণ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিট পুনর্গঠন। তদন্তকারী দলকে শক্তিশালী করতে দিল্লির বাঙালি অফিসার স্নেহাংশু বিশ্বাসকে যুক্ত করতে হবে। নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। বাইপাস সার্জারির ২ মাস পার। এখনও কী অসুস্থতা নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণর? খোঁজ নিতে ফের এসএসকেএমে ইডি। চিকিৎসা সংক্রান্ত নথি তলব।
দুবাই যাওয়ার আগের দিনই গ্রেফতার রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর। সপরিবারে যাওয়ার কথা ছিল মরুরাজ্যে, জানিয়েছেন বাকিবুরের স্ত্রী, দাবি ইডির। দুবাইয়ে জোড়া ফ্ল্যাট বাকিবুরের। গ্রেফতারির আভাস পেয়েই কি তড়িঘড়ি সপরিবারে দেশ থেকে পালানোর ছক? প্রশ্ন ইডির। দফায় দফায় জিজ্ঞাসাবাদ। পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। ৪% ডিএ বাড়িয়ে ৪৬ শতাংশ করল মোদি সরকার। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে আরও বাড়ল ফারাক।