Kalipuja 2024: কালীপুজোর শোভাযাত্রায় শব্দবাজির দাপট, প্রতিবাদ করায় বৃদ্ধ দম্পতিকে মারধর
ABP Ananda Live: কালীপুজোর শোভাযাত্রায় শব্দবাজির দাপট। প্রতিবাদ করায় বৃদ্ধ দম্পতিকে মারধর, ৪ জনকে গ্রেফতার করল দক্ষিনেশ্বর থানার পুলিশ। গতকাল মদ্যপ অবস্থায় মারধর করা হয় বৃদ্ধ দম্পতিকে। মারধর করা হয় ওই দম্পতির ছেলেকে।
হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে চন্দননগর এলেও চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মণ্ডপে এসে কোনওদিনও দেখা হয়নি। তাই এবারে ইচ্ছা আছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার। তবে পুজোর কটা দিন চন্দননগর থাকতে পারবেন না, দিদি নম্বর ওয়ানের শুটিংয়ের জন্য। 'ছেলে যেনও পাশ করে যায়', জগদ্ধাত্রী ঠাকুরের কাছে প্রার্থনা রচনা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-কাণ্ডের শুনানি । আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না আর জি কর মামলার শুনানি । কাল সকাল ১১টায় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি আজ নয়, কাল সকালে সুপ্রিম কোর্টে শুনানি । রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি, পিছিয়ে গেল শুনানি আজ দুপুর ৩টের সময় শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে ।