Abhijit Sarkar Update: আদালতে সাক্ষ্য দিতে এসে ফের অসুস্থ হয়ে পড়লেন নিহত বিজেপি কর্মীর মা। ABP Ananda Live
আদালতে সাক্ষ্য দিতে এসে ফের অসুস্থ হয়ে পড়লেন নিহত অভিজিৎ সরকারের মা। হাইকোর্টের নির্দেশে অ্যাম্বুল্যান্সে করে শিয়ালদা আদালতে সাক্ষ্য দিতে আসেন তিনি। কিন্তু, সাক্ষ্যদান চলাকালীন ফের অসুস্থ হয়ে পড়েন নিহত অভিজিৎ সরকারের মা। সিবিআইএর বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলেছেন তাঁর আইনজীবী। অ্যাম্বুল্য়ান্সে আনা হলেও ছিল না চিকিৎসক ও নার্স, অভিযোগ পরিবারের। ফের পিছিয়ে গেল সাক্ষ্যদানের প্রক্রিয়া।
Tags :
Bangla News Sealdah Court ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News District Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel BJP Worker Death