Moyna Murder : 'পুলিশে নেই আস্থা', সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহত বিজেপি নেতার পরিবার
সিবিআই তদন্তের দাবিতে অনড় ময়নার নিহত বিজেপি নেতার পরিবার। পুলিশের ওপর তাঁদের কোনও আস্থা নেই। ফের প্রশাসনের ভূমিকায় ক্ষোভপ্রকাশ বিজয়কৃষ্ণ ভুঁইয়ার পরিবারের। গতকাল হাইকোর্টের নির্দেশে আলিপুর কমান্ড হাসপাতাল বিজয়কৃষ্ণের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। গতকাল রাতেই গ্রামে পৌছায় দেহ। আজ বিজয়কৃষ্ণের শেষকৃত্য করে পরিবার।