TMC News: তাপসের পাল্টা এবার তৃণমূলে বিজেপির মুকুটমণি, জোড়া ফুলের পতাকা তুললেন মমতার মঞ্চে
Continues below advertisement
ABP Ananda LIVE: তাপস রায়ের(Tapas Roy) পাল্টা মুকুটমণি অধিকারী(Mukutmoni Adhikari)। বুধবার তৃণমূলে(TMC) ভাঙণ ধরিয়েছিল বিজেপি(BJP)। বৃহস্পতিবার বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূলে ধান্দা না পোষালে বিজেপি, বিজেপিতে ধান্দা পোষালে আবার তৃণমূল, এই সুরেই কটাক্ষ করেছে সিপিএম।
Continues below advertisement