Mukul Ray Health Update: কেমন আছেন মুকুল রায়? কী জানান হল হাসপাতালের তরফে? ABP Ananda Live

TMC News: হাত পা নাড়াচাড়া কোলেও এখনো তন্দ্রাচ্ছন্ন মুকুল রায়।  অক্সিজেন সাপোর্টে থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অপারেশনের পরে যে অবস্থায় ছিলেন তার থেকে অনেকটা ভাল আছেন মুকুল। জানানো হল হাসপাতালের তরফে। মুকুল রায়ের ( Mukul Roy )  অবস্থা এখনও সঙ্কটজনক থাকলেও স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন রেলমন্ত্রীকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বর্তমানে নিউরো ICU-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। মুকুল রায় তন্দ্রাচ্ছন্ন রয়েছেন। বাগদায় প্রচার সেরে ফেরার সময় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান। ফিরহাদ হাকিমের সভা চলাকালীন শুভেন্দুকে লক্ষ্য করে করে স্লোগান তৃণমূলের। বাগদার নাটাবেড়িয়ায় উত্তেজনা। ১০ জুলাই বাগদায় উপনির্বাচন ( Bagda By Election 2024)। তার আগে শনিবার সেখানে একটি পথসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, অনুমতি না থাকার অভিযোগে শুক্রবার দুপুরে সভাস্থলে পৌঁছে প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিলেন বাগদা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola