Mukul Roy Exclusive : বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব : মুকুল
দিল্লি গিয়ে তৃণমূল সম্পর্কে বিস্ফোরক মুকুল রায়। 'তৃণমূলে প্রত্যাবর্তনের সময় মানসিক অবস্থা ঠিক ছিল না, এখন সম্পূর্ণ ভাবে সুস্থ আছি, কয়েক ঘণ্টার জন্য একটা ঘটনা ঘটেছিল, আত্মীয় বিয়োগে মানসিক চাপে ছিলাম। বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব। তৃণমূল আর সেই জায়গায় নেই। তৃণমূল যে কাজকর্ম করছে তা বাংলার পক্ষে ভাল নয়। যে দুর্নীতি করেছে, তাঁকেই দায় নিতে হবে। পঞ্চায়েত ভোটে পরিবর্তন চাইব।' মন্তব্য কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের।