Mukul Roy: খোঁজ মিলছে না মুকুল রায়ের! সল্টলেকের বাড়ি থেকে 'উধাও' তৃণমূল নেতা
আচমকা 'ভ্যানিশ' মুকুল রায়? কোথায় গেলেন কৃষ্ণনগরের বিধায়ক? ঘনীভূত রহস্য। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের দাবি, সল্টলেকের বাড়ি থেকে তাঁর বাবাকে নিয়ে যান ২ জন। তারপর থেকেই আর মুকুল রায়ের কোনও খোঁজ মিলছে না। এই পরিস্থিতিতে বাবার খোঁজ পেতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এরই মধ্যে, দিল্লিগামী একটি বিমানের টিকিটের ছবি ভাইরাল হয়েছে, যেখানে নাম রয়েছে মুকুল রায়ের। তাহলে কি মুকুল রায় দিল্লি গেছেন? হঠাৎ করে কাউকে না জানিয়ে কেন দিল্লি গেলেন? জল্পনা বিভিন্ন মহলে।