Mukundapur News: মুকুন্দপুরের জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কলকাতা লাগোয়া মুকুন্দপুরের কাছে জলাভূমিতে বেআইনি নির্মাণ। হাইকোর্টের নির্দেশে নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ শুরু করল প্রশাসন। জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে আদালতের দ্বারস্থ হন জমির মালিক। প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে জলাভূমিতে নির্মাণ, উঠছে প্রশ্ন। 

জলাভূমি বুজিয়ে তৈরি হচ্ছিল G+3 বিল্ডিং। আদালতের নির্দেশে টনক নড়ল প্রশাসনের। শুরু হল নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ। কংক্রিটের জঙ্গলে ঢেকে যাচ্ছে কলকাতা ও তার আশপাশের এলাকা। হারিয়ে যাচ্ছে সবুজ। জলাভূমি বুজিয়ে ফেলার অভিযোগ উঠছে। কলকাতার লাগোয়া মুকুন্দপুরের কাছে দখল করা জলাভূমি বুজিয়ে তৈরি হচ্ছিল চারতলা বহুতল। সোনারপুরের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই এলাকা পূর্ব কলকাতা জলাভূমির অন্তর্গত।

প্রশাসন সূত্রে খবর, বেআইনি নির্মাণের অভিযোগ তুলে হাইকোর্টে যান জমির মালিক। তাঁর অভিযোগের প্রেক্ষিতে আদালত নির্মীয়মাণ বহুতল ভেঙে ফেলার নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর, বৃহস্পতিবার থেকে জলাভূমির ওপর বেআইনি নির্মাণ ভাঙতে যায় প্রশাসন। সোনারপুরের BDO ও নরেন্দ্রপুর থানার IC-র উপস্থিতিতে শুরু হয় নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় চারতলা বাড়ির পিলার, দেওয়াল। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram