Recruitment Scam: কালো টাকা সাদা করার একাধিক কৌশল, কীভাবে দুর্নীতির জাল বিস্তার করেছিলেন শান্তনু?

Continues below advertisement

Recruitment Scam : নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা পৌঁছে গিয়েছিল হুগলির বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু গঙ্গোপাধ্যায়ের কাছে। সেই কালো টাকা সাদা করার জন্য একাধিক কৌশল নিয়েছিলেন ধৃত হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। ED-র চার্জশিটে বলা হয়েছে, কুন্তল ঘোষ বয়ানে দাবি করেছেন, শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি, অযোগ্যদের চাকরি পাইয়ে দেবেন।  সেই মতো প্রার্থী জোগাড় করতে বলেছিলেন শান্তনু।এরপর, তাপস মণ্ডলের সঙ্গে যোগাযোগ হয়। তখন, মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগ রয়েছে এই কথা বলে শান্তনুর সঙ্গে তাপসের মণ্ডলের বৈঠক করান কুন্তল। রাজনৈতিক সুবিধে পাইয়ে দেওয়ার জন্য ১ কোটি টাকা শান্তনুকে দিয়েছেন বলে দাবি করেছেন কুন্তল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram