Sabyasachi Dutta: সল্টলেকে বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক অভিযোগ খোদ পুরসভার চেয়ারম্যান সব্য়সাচী দত্তর
West Bengal News: কলকাতা পুরসভার পর এবার সল্টলেকে বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক অভিযোগ খোদ পুরসভার চেয়ারম্যান সব্য়সাচী দত্তর। সরাসরি বিধাননগরের মেয়রকে কাঠগড়ায় তুললেন খোদ পুরসভার চেয়ারম্য়ান। তাঁর দাবি, মেয়রের কাছে এনিয়ে অভিযোগ জানিয়েও তিনি কোনও সুরাহা পাননি। মেয়র কৃষ্ণা চক্রবর্তী সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ পাঠানোর কথা বলেই কার্যত দায় সেরেছেন। সব্যসাচী দত্তর উদ্দেশে তাঁর মন্তব্য, এটা টেবিলে কথা বলার জায়গা, আমরা বলব। ওরও পার্ট আছে এখানে। ABP Ananda Live