Municipal Election 2022: 'বিধিভঙ্গ করে প্রচার, পুলিশ ব্যবস্থা নিয়ে গুণ্ডামি করছে BJP', দিলীপের প্রচারে বিক্ষোভ নিয়ে সুখেন্দু শেখর | Bangla News

Continues below advertisement

পশ্চিম বর্ধমানের আসানসোলে (Asansol) দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রচারকে ঘিরে গণ্ডগোল। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। আজ সকালে আসানসোল পুরসভার ৬৬ নং ওয়ার্ডে দলীয় প্রার্থীকে নিয়ে প্রচার করছিলেন তিনি। সেই সময় রামনাগরে তাঁর পথ আটকায় পুলিশ। শুরু হয়ে যায় দু'পক্ষের বাদানুবাদ। এই ঘটনার নিন্দা করে তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, "নির্বাচন কমিশন যে বিধিনিষেধ আরোপ করেছে, সেই বিধিনিষেধ বিজেপি (BJP) মানছে না। শুধু দিলীপ ঘোষ নয়, ওঁদের দলের অন্যান্য নেতারাও ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বিধিভঙ্গ করেছেন। যখনই পুলিশ ওঁদের বিরুদ্ধে  কোনও ব্যবস্থা নিতে যাচ্ছে, ওরা গুণ্ডামির আশ্রয় নিচ্ছে। ওরা উন্মাদের অবস্থায় চলে গেছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram