Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিল সিবিআই, বিক্ষোভ অনুগামীদের। ABP Ananda Live
খাদ্যমন্ত্রীর পর এবার পুরমন্ত্রী। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার রবিবার ছুটির দিনে ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিল সিবিআই। পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়রের চেতলার বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। প্রথমে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে। পরে অবশ্য ভিতরে যাওয়ার অনুমতি মেলে। CBI হানার খবর পেয়ে ফিরহাদের বাড়ির সামনে জড়ো হন তৃণমূল কর্মী, সমর্থক, অনুগামীরা। স্লোগান দেওয়ার পাশাপাশি, কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক কারণে হেনস্থার অভিযোগ তোলেন তাঁরা। কেন শুভেনদু অধিকারী বা অমিত শা-র ছেলের বাড়িতে
হানা দিচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি, প্রশ্ন তোলেন ফিরহাদ অনুগামীরা।
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৫ অক্টোবর খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষের বাড়িতে ১৯ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ED। একাধিক পুরসভা ও পুরসভার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বাড়ি-সহ ১৪টি জায়গায় তল্লাশি চলে। এর ঠিক ৩ দিনের মাথায় আজ
পুরমন্ত্রীর বাড়িতে আরেক কেন্দ্রীয় এজেন্সি।