Adenovirus: অ্যাডিনো ভাইরাসের মোকাবিলায় শুরু পুরসভার সচেতনতামূলক প্রচার | ABP Ananda Live
Adenovirus: অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) মোকাবিলায় পুরসভার তরফেও শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার (Awarness)। শারীরিক কোনও সমস্যা হলে যাতে শিশুকে যত দ্রুত সম্ভব পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে (Health Center) নিয়ে যাওয়া হয় সেবিষয়েই জানানো হচ্ছে এলাকার মানুষজনকে। এই বিষয়ে নির্দেশিকাও জারি করেছে পুরসভা।