10tay 10dik Seg 2: বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েকঘণ্টা পরেই ত্রিপুরার ধলাই জেলায় খুন! ABP Ananda Live

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েকঘণ্টা পরেই ত্রিপুরার (Tripura) ধলাই জেলায় খুন! খুন হলেন নতুন দল তিপ্রা মথা-র এক সমর্থক অভিযোগের আঙুল বিজেপির (BJP) দিকে। গতকাল রাতে ধলাই জেলার সুরমা বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটে। গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তিপ্রা মথা সমর্থক প্রণজিৎ নমঃশূদ্র। সেই সময়ে গাড়ি থামিয়ে, লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। তিপ্রা মথা সমর্থককে পিটিয়ে, কুপিয়ে খুনের অভিযোগ



JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola