CV Anand Bose : জাফরাবাদে নিহতদের বাড়িতে সিভি আনন্দ বোস। বেতবোনায় বিক্ষোভ

ABP Ananda LIVE : রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের মধ্যেই বেতবোনায় বিক্ষোভ। সিভি আনন্দ বোসের গাড়ি থামতে না দেওয়ার অভিযোগ। রাজ্যপালের কনভয়ের বাকি গাড়ি আটকে বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে রাজ্যপাল। জাফরাবাদে নিহতদের বাড়িতে সিভি আনন্দ বোস। দিয়ে এলেন রাজভবনের পিস রুমের নম্বর।

Suvendu Adhikari: 'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, অ্যাকশন চাই', হুঙ্কার শুভেন্দুর, বললেন, 'হিন্দু বাঁচাও, মমতা ভাগাও'

প্রতিহিংসার আগুনে তপ্ত মুর্শিদাবাদ, মালদা। মুর্শিদাবাদকাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতার পথে নামলেন শুভেন্দু অধিকারী। এলগিন রোডে নেতাজি ভবন থেকে মিছিল করে বিজেপি। মিছিল শেষেই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী নেতা বলেন, 'হিসেব কষে হিংসা হয়েছে মুর্শিদাবাদে। যেসব আসনে বিজেপির ভোট বেশি, সেসব জায়গায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন।'

শুভেন্দুর কথায়, 'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনী সরলেই আবার ফিরবে আতঙ্ক। মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছেন ১০ হাজার হিন্দু। সাংবিধানিক সংস্থাগুলিকে শুধু দেখলেই হবে না। আমরা চাই শুধু অ্যাকশন। এদিন হুঙ্কার দিয়ে শুভেন্দুর বক্তব্য, 'বৈষ্ণবনগরের ক্যাম্পকে ডিটেনশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। বলছে বাড়ি ফিরে যাও, ফিরবে কোথায়, সব পুড়িয়ে দিয়েছে। তৃণমূলের বিধায়ক, পুরপ্রধানের নেতৃত্ব সব পুড়িয়ে দিয়েছে। সিদ্দিকুল্লারা হিন্দুশূন্য করতে চায়'। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola