Babri Masjid : মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের প্রস্তাবিত মসজিদের জন্য অনুদানের পাহাড় ! Humayun Kabir

Continues below advertisement

ABP Ananda LIVE : মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের প্রস্তাবিত মসজিদের জন্য অনুদানের পাহাড়। খুচরো-UPI-ব্য়াঙ্ক মিলিয়ে সোমবার সকাল পর্যন্ত জমা পড়ল প্রায় আড়াই কোটি। পরিস্থিতি এমন যে রবিবার সন্ধে থেকে হুমায়ুন কবীরের রেজিনগরের শক্তিপুরের বাড়িতে মেশিনে টাকা গোনা শুরু হয়। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলছেন রবিবার রাত পর্যন্ত ৬টি ট্রাঙ্ক খোলা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে, জমা পড়েছে ৩৭ লক্ষ টাকা। প্রস্তাবিত 'বাবরি মসজিদে'র জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাতে সোমবার সকাল ১১টা ১৫ পর্যন্ত জমা পড়েছে, ২ কোটি ১০ লক্ষ ১৩ হাজার ৬২৯ টাকা ৮৬ পয়সা। সোমবার সন্ধে থেকে ফের টাকা গোনা শুরু হয়েছে। আর শুধু অর্থসাহায্য নয়, ইট, সিমেন্ট...যে যা পারছেন তাই দিয়ে যাচ্ছেন হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য। পরিস্থিতি এমন, যে বেলডাঙা, রেজিনগরের ইটভাটাগুলোয় ইট পাওয়া যাচ্ছে না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola