Murshidabad Incident: স্কুলের টিফিনের সময়ে হঠাৎ বজ্রপাতে অসুস্থ ২৭ জন ছাত্রছাত্রী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: স্কুলের টিফিনের সময়ে হঠাৎ বজ্রপাতে অসুস্থ ২৭ জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে।

সৌগত রায়ের পর এবার মদন মিত্র হুমকি ফোন পেলেন। তৃণমূল সাংসদের পর এবার তৃণমূল বিধায়ককে হুমকি ফোন। মাঝরাতে মদনের কাছে ফোন আসে বলে জানা গিয়েছে। ফোনে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বলা হয়, "গুলি করলে কে বাঁচাবে?" এবিপি আনন্দে সেই নিয়ে মুখ খুললেন মদন। জানালেন, এর নেপথ্যে অর্জুন সিংহ থাকতে পারে বলেও। (Madan Mitra)

এর আগে, মাঝরাতে ৩.৩০ নাগাদ সৌগতর কাছে হুমকি ফোন আসে বলে জানা যায়। জয়ন্ত সিংহকে না ছাড়ালে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয় তাঁকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার হুমকি ফোন এল মদনের কাছে। মদনের বক্তব্য, "হঠাৎ ১২টা বেজে ১৯-এ ফোন আসে। আমি সব ফোন ধরি। সাধারণত আমি ১২টায় ঘুমাই না। আরও পরেি ঘুমাই। ঘুম আসে না। ঘুমের ওষুধ খেতে হয়। আমি অসুস্থ।" (Jayanta Singh)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram