Murshidabad Medical: এবার মুর্শিদাবাদ মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সরব আখতার আলি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার মুর্শিদাবাদ মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সরব আখতার আলি । মুর্শিদাবাদ মেডিক্যালে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগে দুর্নীতির অভিযোগ ।বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ আখতার আলির । বেসরকারি রক্ষী নিয়োগে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ । 'টেন্ডার ডেকে বেসরকারি সংস্থাকে নিয়োগের বরাত, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে'
আশ্বাস মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের
আরও খবর..
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ।
বীরভূমের পর এবার মালদা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকারের তরফে আবাস যোজনার তালিকা করতে গিয়ে, হরিশ্চন্দ্রপুর এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন প্রশাসনিক আধিকারিকরা। গ্রামবাসীদের পাশাপাশি আবাস যোজনার সমীক্ষকদের উদ্দেশে গো ব্যাক স্লোগান দিলেন স্থানীয় তৃণমূল নেতারাও। বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় আবাস যোজনা তালিকায় নাম থাকা যোগ্যদের বদলে নাম ঢোকানো হচ্ছে অন্যদের। হরিশ্চন্দ্রপুরের তালসুর গ্রামের পাশাপাশি একই অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হল সুলতাননগর, ইসলামপুর, দৌলতপুর, সাদলিচক-সহ একাধিক জায়গায়। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে নিজেদের লোক ঢোকাতে চাইছে তৃণমূল বলে একসুরে কটাক্ষ করেছে বাম-বিজেপি। যদিও রাজ্যের তৈরি আবাস তালিকায় গরমিলের অভিযোগ উড়িয়ে দিয়েছে মালদার তৃণমূল নেতৃত্ব।