Murshidabad News: মুর্শিদাবাদের ইসলামপুরে যুব তৃণমূল নেতাকে সপাটে চড় কষালেন ASI! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: রাস্তায় গাড়ি দাঁড় করানো নিয়ে বচসা। মুর্শিদাবাদের ইসলামপুরে যুব তৃণমূল নেতাকে সপাটে চড় কষালেন ASI. অভিযুক্ত পুলিশ অফিসার মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেছেন শাসক-নেতা। অন্যদিকে, মালদার হবিবপুরে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ফুটেজ প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত BDO-র পদত্যাগের দাবিতে মিছিল করেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।

দুই জেলার দুই ছবি। শুক্রবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুরে পুলিশ অফিসারের হাতে আক্রান্ত হলেন যুব তৃণমূলের জেলা সভাপতি আসিফ আহমেদ। এ কথা বলেই যুব তৃণমূল নেতাকে চড় মারেন ইসলামপুর থানার ASI বিপ্লব মণ্ডল। স্থানীয়দের দাবি, রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে ফল কিনছিলেন যুব তৃণমূল নেতা। তা নিয়ে পুলিশ অফিসারের সঙ্গে বচসা বাধে। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত করছেন ডোমকলের SDPO.

অন্যদিকে, বৃহস্পতিবার মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী গ্রামীণ 
হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় প্রকাশ্যে এল CC ক্যামেরার ফুটেজ। ছবিতে দেখা যায়, কর্তব্যরত চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের কলার ধরে মারধর করছেন হবিবপুরের BDO অংশুমান দত্ত। অভিযোগ, হাসপাতালের বাইরে গিয়ে স্ত্রীর চিকিৎসা না করায় চিকিৎসককে মারধর করেন বিডিও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram