Bhangar News : মুর্শিদাবাদে আগুন নেভার আগেই ওয়াকফ-বিক্ষোভে ভাঙড়ে আগুন !

ABP Ananda LIVE : মুর্শিদাবাদে আগুন নেভার আগেই ওয়াকফ-বিক্ষোভে ভাঙড়ে আগুন!  উত্তর কাশীপুরে কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর, পরপর বাইকে আগুন। বাঁশে লাগানো পেরেক দিয়ে ভাঙড়ে তাণ্ডব। কলকাতা পুলিশের উপরেও হামলা! প্রিজন ভ্যানের ট্যাঙ্ক ফুটো করে আগুন লাগানোর চেষ্টা। 

 

Malda News : হাঁড়িতে ভাত ফেলেই হয়েছিল পালাতে, মেয়ের বিয়ের সব টাকা-গয়না লুঠ,কেঁদে আকুল ঘরছাড়ারা

এক কাপড়ে ভিটেমাটি ছেড়ে মালদার ত্রাণ শিবিরে আশ্রয়। ঠিক কীভাবে নেমে এসেছিল দুর্বৃত্তদের আক্রমণ? সেদিনের কথা মনে করলেই এখনও তাঁদের চোখে মুখে সেই আতঙ্ক। ভয়ে চোখে জল। পাড়ার এই মানুষগুলোকেই ডাকতেন 'দাদা, কাকা, জ্যাঠা ' বলে। কিন্তু রাতারাতি কেমন বদলে গেল মানুষগুলো। অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হল বাড়িতে। তাণ্ডব চালালো বাড়িতে। উনুনে ফুটছিল ভাত। পড়ে রইল। দোকানে বিড়ি বেঁধে তিল তিল করে জমানো টাকা, অল্প অল্প করে গড়িয়ে রাখা মেয়ের বিয়ের গয়না....আর কিচ্ছু নেই। গোছানো ঘর গেরস্থালি ফেলে তাঁদের ঠিকানা এখন ত্রাণ শিবির। কেউ বলতে পারছেন না, ফিরে যেতে পারবেন কবে। কীভাবেই বা দেবেন মেয়ের বিয়ে, ফিরে গেলেও আবার যে আক্রান্ত হবেন না, তাই বা বলতে পারে কী কেউ?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola