Murshidabad News: মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, আফস্পা লাগুর দাবি বিজেপি সাংসদের | ABP Ananda Live

ABP Ananda LIVE: মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, আফস্পা লাগুর দাবি বিজেপি সাংসদের । 'বাংলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন লাগু হোক' । 'বাংলার সীমান্তবর্তী জায়গা গুলিকে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক' । 'মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দঃ ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় আফস্পা জারি হোক' । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতিময় সিংহ মাহাতোর।

‘বাংলায় আগুন জ্বললে কার লাভ’? মুর্শিদাবাদে গন্ডগোল করানো হয়েছে বলে দাবি কুণালের, নিশানায় BSF ও BJP

মুর্শিদাবাদে অশান্তির জন্য এবার সীমান্তরক্ষী বাহিনী BSF-কে কাঠগড়ায় তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, BSF-এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে হামলাকারী ঢোকানো হয় মুর্শিদাবাদে। ইচ্ছাকৃত ভাবে, প্ররোচনা জুগিয়ে গন্ডগোল করানো হয়েছে। BSF-এর একাংশকে কাজে গালিয়ে দুষ্কৃতীদের দিয়ে হামলার পর সরানো হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন কুণাল। (Kunal Ghosh on Murshidabad Unrest)

আদালতের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নেমেছে। তবে ইতিমধ্যেই তিন জনের প্রাণ চলে গিয়েছে। আজও একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। সেই আবহেই সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কুণাল। তিনি বলেন, "বিজেপি-র পাতা ফাঁদে পা দেওয়া হচ্ছে। এটা করবেন না। আমাদের কাছা মারাত্মক সব অভিযোগ আসছে। এই সব অভিযোগগুলি খতিয়ে দেখতে, যথাযথ তদন্তের অনুরোধ করছি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।" (Anti Waqf Protests in Murshidabad)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola