Murshidabad News: মুখ্যমন্ত্রীর 'বারণ' সত্ত্বেও মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল | ABP Ananda Live

ABP Ananda Live: মুখ্যমন্ত্রীর 'বারণ' সত্ত্বেও মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল। 'শান্তি প্রতিষ্ঠা হলে ভালই, আমি সেভাবেই রিপোর্ট দেব'। 'আক্রান্তরা বিএসএফের স্থায়ী ক্যাম্পের জন্য আবেদন করেছেন'। 'এলাকায় গিয়ে এটা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া দরকার'। মুখ্যমন্ত্রীর 'অনুরোধ' অগ্রাহ্য করে পাল্টা বললেন রাজ্যপাল। 

 

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখান থেকে তিনি জানান, বছর বছর বিশ্ব বাংলা শিল্প সম্মেলন নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু এই মুহূর্তে বাংলাই শিল্প এবং শিল্পপতিদের গন্তব্য হয়ে উঠেছে। আর তারই ফলস্বরূপ শালবনিতে দু'টি তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে উঠছে। মমতা বলেন, "২১ এপ্রিল দুপুর ২টোয় শালবনিতে জিন্দলদের দু'টি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করছি। যত দিন যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। অন্য রাজ্য থেকেও মানুষের সংখ্যা বাড়ছে এখানে। ফলে চাহিদা বাড়ছে বিদ্যুতের। তাই বিদ্যুৎ প্রকল্পের উপর জোর দিচ্ছি আমরা।" (West Bengal Power Plant Project)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola