Mamata: 'বলা হচ্ছে আমি নাকি নিম কাঠও চুরি করেছি। আরে আমার বাড়িতেই তো চারটে নিমগাছ আছে।' বললেন মমতা
ABP Ananda Live : 'যারা দাঙ্গা লাগায়, তারা বাংলার শত্রু। দাঙ্গার নেপথ্যে কারা, খোঁজ নিয়েছি। ধর্মের নামে ভুল কথা প্রচার বিরোধীদের। ' বললেন মুখ্যমন্ত্রী । দিঘার জগন্নাথ মন্দিরকে 'ধাম' বলা নিয়ে তুঙ্গে বিতর্ক ওড়িশায়। পুরী মন্দিরের সেবায়েত ও ওড়িশাবাসীর একাংশের দাবি, সহস্রাধিক কাল প্রাচীন পুরীর মন্দিরই একমাত্র জগন্নাথ ধাম। দিঘার মন্দিরকে ধাম বলা যাবে না, দাবি তাঁদের। বিতর্ক এখানেই থেমে থাকেনি। প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুরীর মন্দিরের রাজেশ দ্বৈতাপতিকেও। প্রশ্ন উঠেছে, দিঘার মন্দিরের বিগ্রহ নির্মাণে ব্যবহার হয়েছে পুরীর মন্দিরে নবকলেবর থেকে বেঁচে যাওয়া কাঠ। আর এ নিয়েই তীব্র হয়েছে অসন্তোষ। এই নিয়েই এবার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদে যান তিনি। সেখানে গিয়েই জগন্নাথ ধাম নিয়ে রাজনৈতিক আকচাআকচি নিয়ে মুখ খোলেন তিনি।