Murshidabad News: মুর্শিদাবাদের বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ বাহিনী | ABP Ananda live

ABP Ananda LIVE: মুর্শিদাবাদের বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ বাহিনী। জেলাজুড়ে বন্ধ ইন্টারনেট। শান্তি ফেরাতে প্রশাসনকে আবেদন সুকান্তর। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, প্রতিক্রিয়া তৃণমূলের।

আরও খবর..

কসবাকাণ্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত গুলজারের (Kasba Case Update)। পুলিশ সূত্রে খবর  দুবাই থেকে ফিরে কসবায় গোডাউন কিনেছিলেন গুলজার। সেই গুদাম দখল করে নেন সুশান্তর অনুগামীরা। তারই বদলা নিতে খুনের ছক। জেরায় গুলজার এমনটাই দাবি করেছে বলে খবর।

পুলিশি জেরায় ধৃত গুলজারের দাবি, 'দুবাইয়ে কাজ করে উপার্জন করা টাকায় কসবায় গোডাউন কেনে গুলজার। ২০১১-১২ সালে সুশান্ত ঘোষের এলাকায় কেনা হয় গোডাউন। কাউন্সিলরের অনুগামীরা সেই গোডাউন দখল করে নেয়। বারবার অনুরোধের পরেও কষ্টের টাকায় কেনা সেই গোডাউন উদ্ধার করা যায়নি। হতাশ হয়েই মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ। সুশান্তর উপরে হামলার জন্য ইকবালই অস্ত্র ও লোক সাপ্লাই দেয়।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola