Murshidabad News: মেয়ে হওয়ার 'অপরাধে' তিনমাসের শিশুকে আছাড় মেরে খুন | ABP Ananda LIVE
West Bengal News: মেয়ে হওয়ার 'অপরাধে' তিনমাসের শিশুকে আছাড় মেরে খুন করল মা-বাবা। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের(Murshidabad) ডোমকলে। কেরলে পরিযায়ী শ্রমিকের (Migrant Workers)কাজ করতেন রিন্টু শেখ। সম্প্রতি ডোমকলের ভাতশালায় বাড়িতে ফেরেন। রিন্টুর বাবার দাবি, পরপর তিনটি মেয়ে হওয়ার পারিবারিক অশান্তি লেগেই ছিল। অভিযোগ গতকাল রাগের চোটে তিনমাসের কন্যসন্তানকে আছাড় মারেন রিন্টু।