Murshidabad News: মুর্শিদাবাদের দাঙ্গার সঙ্গে পহেলগাঁও হত্য়াকাণ্ডকে এক পঙ্তিতে বসিয়ে কী বলল BJP?

ABP Ananda Live: সামশেরগঞ্জের বাবা-ছেলেকে কুপিয়ে খুনের পর, মৃত্য়ু না হওয়া পর্যন্ত দাঁড়িয়েছিল আততায়ীদের একজন। রিপোর্টে এমনই বিস্ফোরক তথ্য়ের উল্লেখ করল হাইকোর্ট গঠিত সিট। আর এই রিপোর্টকে সামনে রেখে তৃণমূলকে তীব্র আক্রমণ করল বিজেপি। মুর্শিদাবাদের দাঙ্গার সঙ্গে পহেলগাঁও হত্য়াকাণ্ডকে এক পঙ্তিতে বসিয়ে, বিজেপি বলল, দুজায়গাতেই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, মুর্শিদাবাদ নিয়ে মিথ্য়াচার করছে বিজেপি।

 

 

মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি তিন সদস্য়ের তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য়। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে যে, কাউন্সিলরের নেতৃত্বে হামলা হয়েছিল এবং পুলিশ ছিল নিষ্ক্রিয়। গ্রামবাসীরা ফোন করলেও, তা ধরেনি পুলিশ। এখানেই শেষ নয়, একজন গ্রামে এসে দেখে গেছিল, কোন কোন বাড়িতে হামলা হয়নি। তারপর হামলাকারীরা আবার এসে সেই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। যাতে আগুন নেভানো না যায় তার জন্য জলের লাইন পর্যন্ত কেটে দিয়েছিল হামলাকারীরা। এই রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য়। এক্স পোস্টে তিনি লিখেছেন, আসল সত্য়িটা হল, সংবেদনশীল সীমান্তবর্তী জেলায় হিন্দুদের
জনসংখ্যাগত বিপর্যয় ঘটানোর জন্য়ই মুর্শিদাবাদের দাঙ্গা সংগঠিত করেছিল তৃণমূল। বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখেন, তারপর চলে যান। পাল্টা, কুণাল ঘোষের বক্তব্য, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যে রাজনৈতিক অপপ্রচার করছে, তা সমপূর্ণ প্ররোচনামূলক এবং উদ্দেশ্য়প্রণোদিত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola