Murshidabad News: নববর্ষের আনন্দ উধাও মুর্শিদাবাদে, চারিদিকে শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন
ABP Ananda Live: নববর্ষের আনন্দ উধাও মুর্শিদাবাদে। সুতি থেকে সামশেরগঞ্জ-চারিদিকে শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন। সব হারিয়ে চোখে মুখে এখনও আতঙ্ক। প্রাণে বাঁচতে মালদায়, পয়লা বৈশাখে ত্রাণ শিবিরে হাহাকার। এখনও শান্ত নয় মুর্শিদাবাদ, মানছেন খোদ তৃণমূল বিধায়ক!
অফিস টাইমে শিয়ালদা দক্ষিণ শাখার দুটি স্টেশনে রেল অবরোধের জেরে নাকাল হলেন যাত্রীরা। সকাল সাড়ে ৭টা থেকে দক্ষিণ বারাসাত স্টেশনে অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, জেনারেল কামরাকে লেডিজ কামরায় বদলে দেওয়া হয়েছে। ফলে জেনারেল কামরায় ভিড়ের চাপে দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জেরে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে দক্ষিণ বারাসাত স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। আপ ও ডাউনে একাধিক লোকাল আটকে পড়ে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। রেল পুলিশ ও জয়নগর থানার পুলিশের হস্তক্ষেপে সোয়া ২ ঘণ্টা পর, সকাল ৯টা ৫০-এ অবরোধ ওঠে। একই অভিযোগে সকাল সাড়ে ৮টা থেকে মথুরাপুর রোড স্টেশনে রেল অবরোধ শুরু হয়।