Panchayat Poll 2023: 'খুনের বদলা খুন হবে' হুমকি মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির
পঞ্চায়েত ভোটের আগে হুমকি, পাল্টা হুমকিতে তপ্ত বঙ্গ রাজনীতি। 'পুলিশ যদি টাইট দিতে না পারে, তাহলে খুনের বদলা খুন হবে। পুলিশ ব্যবস্থা না নিলে আমিও বিহার, দিল্লি, গুজরাত থেকে আনতে পারি। বিহার, দিল্লি, গুজরাত থেকে লোক এনে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেব।'হুমকি মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda Panchayat Election 2023 ABP Ananda Bengali News District - Bengali News