BJP: কেন এত ইস্তফা? আসল রহস্যটা কী? বিজেপির কোন্দল নিয়ে ফেসবুকে সরব অনুপম হাজরা। Bangla News
মুর্শিদাবাদে প্রকাশ্যে বিজেপির কোন্দল, ফেসবুকে সরব অনুপম হাজরা। ‘কেন এত ইস্তফা? রাজ্য বিজেপির গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা উচিত। কেন এত ইস্তফা? আসল রহস্যটা কী? যাঁদের এতদিন গুরুত্ব দেওয়া হল, তাঁরা দল ছেড়ে চলে গেছেন আর যাঁরা এতদিন মাটি কামড়ে পড়েছিলেন, তাঁরা ইস্তফা দিচ্ছেন।’ ফেসবুকে সরব বিজেপি নেতা অনুপম হাজরা।
Tags :
BJP Murshidabad ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Anupam Hazra BJP Inner Clash Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বিজেপি মুর্শিদাবাদ এবিপি আনন্দ