Nadia News:ভর সন্ধ্যায় রানাঘাটে চাঞ্চল্য, ব্যবসায়ী ও তাঁর গাড়ির চালকের রহস্যমৃত্যু।ABP Ananda Live
ভর সন্ধ্যায় রানাঘাটে জোড়া খুন! ব্যবসায়ী ও তাঁর গাড়ির চালককে কুপিয়ে খুন। নির্মীয়মাণ বাড়িতে ২জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। নিহত ২জনের মাথা-মুখে একাধিক আঘাতের চিহ্ন। দুপুরে ফোন করে কারা ডেকে নিয়ে গিয়েছিল? তদন্তে পুলিশ। নিহত সুমন চক্রবর্তী পেশায় ব্যবসায়ী। আততায়ীদের হাতে নিহত ব্যবসায়ীর গাড়ির চালক রূপক দাস।
এদিকে সরকারি জমি দখল করে কোথাও বাড়ি, কোথাও দোকান, কোথাও জমি দখলে মদত, আবার কোথাও জলাজমি ভরাট করে নির্মাণকাজ চলছে। কল্যাণী পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ ৬ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক বেআইনি কাজের অভিযোগ উঠল। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় নালিশ জানিয়েছেন কল্যাণীর এক বাসিন্দা। অভিযোগ, তৃণমূলের উপ পুরপ্রধানের ওয়ার্ডে মাছ চাষের ঝিল ভরাট করে বাড়ি তৈরি হচ্ছে। আরেক তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ডে বেদখল হয়ে গিয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জমি। অভিযোগ অস্বীকার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্ত শাসক-নেতারা। তৃণমূল মানেই দুর্নীতি, কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা, আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।